• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাঠমিস্ত্রির কণ্ঠে ‘বিরহের গান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৫:১৫ পিএম
কাঠমিস্ত্রির কণ্ঠে ‘বিরহের গান’
কাঠমিস্ত্রী ফরহাদ হোসাইন। ছবি” সংগৃহীত

একজন কাঠমিস্ত্রির কণ্ঠে এলো ‘বিরহের গান’। গানের শিরোনাম ‘সুখের পাখি দিলো ফাঁকি’। তারেক হাসানের লেখা নতুন গান ‘সুখের পাখি দিলো ফাঁকি’। সম্প্রতি গানটি প্রকাশ পেয়েছে টি-মিউজিকের ব্যানারে। গানটির  গীতিকার তারেক হাসান। 

 তারেক হাসান

গান নিয়ে বলেন,  ‘কাঠমিস্ত্রী ফরহাদ হোসাইন সারাদিন কাঠে নানা ধরনের নকশা করেন আর ফাঁকে ফাঁকে গান ধরেন। তার কন্ঠ আসলেই সুরেলা। আশা করি শ্রোতারা তার কন্ঠে গানটি শুনে মুগ্ধ হবেন।

গানের সঙ্গীতায়োজন করেছেন জামিউল হাসান। এছাড়া মিউজিক ভিডিওর চিত্রগ্রাহক ছিলেন মাসুম খান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন  পারটেক্স মাসুম, খাদিজা আক্তার, মাসুম ও ইসমাইল হোসন সজীব। ভিডিও সম্পাদনায় ছিলেন আল আমিন মাসুদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জহুরুল ইসলাম জনি।

Link copied!